একাদশীতে শ্রাদ্ধ নিষেধ কেন?

20240927_172745

একাদশীতে শ্রাদ্ধ নিষেধ কেন?

এ বিষয়ে পদ্মপুরাণে স্বয়ং মহাদেব পার্বতীকে বলেছেন-

একাদশ্যপবাসস্ত কর্তব্যো নাত্র সংশয়ঃ।

একাদশ্যাঞ্চ প্রাপ্তায়াং মাতাপিত্রোমৃতেহহনি।। ১৩।।

দ্বাদশ্যান্ত প্রদাতব্যং নোপবাসদিনে ক্বচিৎ।

গর্হিতান্নং নবাশ্বন্তি পিতরশ্চ দিবৌকসঃ।।১৪।।

[ পদ্মপুরাণ, উত্তরখন্ড, ২৩৪। ১৩-১৪ ]

বঙ্গানুবাদ:
একাদশীতে উপবাস অবশ্য কর্তব্য, এ বিষয়ে সংশয় নেই একাদশীর দিনে পিতা-মাতার মৃততিথি উপস্থিত হলে দ্বাদশীতে তাদের শ্রাদ্ধ করবে, কদাচিৎ উপবাসদিনে করবে না। কেননা, একাদশীতে অন্ন গ্রহণ নিন্দনীয়, দেব ও পিতৃগণ নিন্দাতান্ন ভোজন করেন না।

এজন্যই একাদশীতে শ্রাদ্ধ নিষিদ্ধ।

।। হরে কৃষ্ণ ।।

[ বি:দ্র: স্বধর্মম্-এর অনুমোদন ব্যাতীত এই গবেষণামূলক লেখার কোনো অংশ পুনরুৎপাদন, ব্যবহার, কপি পেস্ট নিষিদ্ধ। স্বধর্মম্-এর সৌজন্যে শেয়ার করার জন্য উন্মুক্ত ]

নিবেদক-
° স্বধর্মম্: প্রশ্ন করুন | উত্তর পাবেন °

Avatar of Madhura Gaurakiśora Dās

Madhura Gaurakiśora Dās

Writer & Admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments