আমাদের মূলনীতি
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন স্বদেহে ভগবদ্ধামে প্রত্যাবর্তন করলেন, তখন থেকেই কলির প্রভাব শুরু হলো এবং সমগ্র জগৎ দিগ্ভ্রান্ত হতে শুরু করল। যদিও কুরুক্ষেত্রের যুদ্ধের পরপরই কলিযুগ শুরু হয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের উপস্থিতিতে তা প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু এইবার কলির প্রথম আঘাত এলো সনাতন ধর্মের প্রতি। তাই সনাতন ধর্মকে সংরক্ষণ করার জন্য কৃষ্ণ বেদ, শ্রীমদ্ভগবদ্গীতা, শ্রীমদ্ভাগবত প্রভৃতি শাস্ত্র প্রদান করলেন। জীবেরে কৃপায় কৃষ্ণ কৈলা বেদ-পুরাণ। তারপরেও তিনি স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে আগমন করে সনাতন ধর্মের পুনঃ সংরক্ষণ করলেন। মহাপ্রভু ও পূর্বতন আচার্যের পদাঙ্ক অনুসরণ করে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ বিশ্বব্যাপী এই বেদ, গীতা ও ভাগবতের জ্ঞান ছড়িয়ে দিয়েছেন। বিশ্বের কোটি কোটি মানুষ আজ তাই সনাতন কৃষ্ণভাবনামৃতের আশ্রয় লাভ করছে। তাদের অনুসরণেই আমাদের স্বধর্মম্-এর যাত্রা শুরু। শূন্য থেকে পরিপূর্ণতার দিকে এই যাত্রায় সংযুক্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ। এর ধারাবাহিকতায় শাস্ত্রের সর্বোৎকৃষ্ট মন্থিত সিদ্ধান্ত অনুসারে স্বধর্মম্-এর কার্যক্রম চলমান। বাংলা ভাষায় এটিই প্রথম ওয়েবসাইট যেখানে সাধারণ সনাতনীদের কথা চিন্তা করে সব রকম ধর্মীয় প্রশ্নের উত্তর, অপপ্রচারের খণ্ডন, সনাতন ধর্ম প্রচারে কোর্স প্রশিক্ষণ ও শাস্ত্রগ্রন্থের ভাণ্ডার বিদ্যমান। আমাদের মূলনীতি হলো—
- সনাতন ধর্মের অনুসারীদের মধ্যে বিদ্যমান কুসংস্কার ও ভ্রান্তদর্শন দূরীকরণ।
- যারা সনাতন ধর্মের ক্ষতি চায়, তাদের প্রচারিত অপপ্রচারের খণ্ডন।
- সাধারণ সনাতনীদের স্বধর্মবিমুখ ও ধর্মত্যাগী হওয়া থেকে রক্ষা ।
- সনাতন শাস্ত্রাবলীর প্রচার।
- সাধারণ তথা সংকটাপন্ন সনাতনীদের সহায়তা প্রদান।
- সনাতন ধর্ম প্রচারে সকলকে প্রশিক্ষণ প্রদান।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বাণী প্রদান করেছিলেন তখন জগতে অন্য ধর্মমত না থাকলে কীসের ভিত্তিতে ভগবান এই কথা বলেছিলেন, এর নিগূঢ় তাৎপর্য কী? প্রকৃত স্বধর্ম প্রচার ও অনুশীলনেই আমাদের যাত্রা। অতএব আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য—
- অচিন্ত্যভেদাভেদ তত্ত্ব যা সনাতন ধর্মকে যথাযথ ও পরিপূর্ণভাবে বিশ্লেষণ করে তা সংস্থাপন করা।
- সনাতন ধর্মের বিরোধী অপপ্রচার ও সনাতন ধর্মের মানুষের মধ্যে প্রচলিত কুসংস্কার ও ভ্রান্ত মতবাদসমূহ দূরীভূত করা।
- যুবসমাজ তথা ছাত্রসমাজকে বিপথে চলে যাওয়ার হাত থেকে রক্ষা করে বৈদিক দর্শনের ভিত্তিতে তাদের মার্গদর্শন করা।
- প্রাচীন ও সুদুর্লভ বৈদিক শাস্ত্রসমূহ সংগ্রহ ও সংরক্ষণ এবং তা সাধারণ সনাতনীদের নিকট সুলভ করা। এছাড়াও সনাতন ধর্ম প্রচারের স্বার্থে পত্র, পত্রিকা ও পুস্তক প্রকাশ।
- আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থী তথা সনাতনীদের পৃষ্ঠপোষকতায় খাদ্য, জাগতিক ও পারমার্থিক শিক্ষা বিনামূল্যে বিতরণের উদ্যোগ।
- উক্ত কার্যাবলীতে নারী-পুরুষ, শিশু-যুবক-বৃদ্ধ অর্থাৎ সকল স্তরের সনাতনীদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করা।
- সর্বোপরি সনাতনীদের বিভ্রান্ত হয়ে অন্যমুখী হয়ে যাওয়ার প্রবণতাকে দূর করে স্বধর্মে থেকে এবং ধর্মীয় নির্দেশনা অনুসারে জীবন অতিবাহিত করে চলার জন্য উপযুক্ত সহায়তা প্রদান করা।