মেয়েদের অর্থপূর্ণ শাস্ত্রীয় নাম

20240627_113111

🌱শিশুদের অর্থপূর্ণ  নাম

সংগ্রহে: 

সুনন্দন কানাইয়া দাস 

রঞ্জন রাসেশ্বর দাস

এই পর্বে থাকছে মেয়েদের নাম

▫️

🌱অ

▫️

অগ্নিজিতা (অগ্নিতে প্রবেশ করেও যে দগ্ধ হয়নি)

অঙ্কিতা

অঙ্গনা 

অঞ্চিতা (পূজিতা)

অঞ্জনা (হনুমানের মাতা)

অঞ্জলি 

অণু

অণুপ্রভা

অণিমা

অতসী (পুষ্পবিশেষ)

অতীন্দ্রিলা

অতুল্যা

অথই/অথৈ

অদিতি 

অধরা

অনন্যা (অদ্বিতীয়া)

অনামিকা 

অনিন্দিতা 

অনুপমা

অনুরাধা (ললিতা দেবী, নক্ষত্রবিশেষ) 

অনুসূয়া (ঈর্ষাশূন্য)

অন্তরা 

অন্বেষা

অপরাজিতা

অপরূপা 

অপর্ণা (পার্বতী দেবী)

অপূর্বা

অবন্তি/অবন্তী  (উজ্জয়িনী)

অবন্তিকা

অভয়া

অমিয়া 

অম্বা  (মা, দুর্গা) 

অম্বালিকা  (দুর্গা)

অম্বিকা (মা, দুর্গা)

অমৃতা

অরুণা (অরুণবর্ণ বিশিষ্টা) 

অরুণি

অরুণিমা (গোলাপী আভা)

অরুন্ধতী (নক্ষত্রবিশেষ,  বশিষ্ঠের স্ত্রী)

অর্চনা

অর্চি   (শিখা)

অর্চিতা

অর্পিতা

অলকা  (কুবেরের পুরী)

অলকানন্দা (স্বর্গের গঙ্গা)

অলি (ভ্রমর) 

অসিতা (শ্যামলী)

অহল্যা

অহৈতুকী

▫️

🌱আ

▫️

আকুতি

আঁখি

আঁচল (সং. অঞ্চল)

আভা (দীপ্তি)

আরতি

আরাধনা

আরাধিতা (পূজিতা)

আরাধ্যা (উপাস্য)

আল্পনা (সং. আলেপন)

আলো (সং. আলোক)

আশা

আশাবরী (রাগিণীবিশেষ) 

আশালতা 

▫️

🌱ই

▫️

ইতি

ইন্দিরা (লক্ষ্মীদেবী) 

ইন্দুকান্তি

ইন্দুমতী (পূর্ণিমা)

ইন্দুমুখী (চন্দ্রমুখী) 

ইন্দুলেখা (চন্দ্রকলা) 

ইন্দ্রা

ইন্দ্রাণী (ইন্দ্রপত্নী) 

ইরাবতী (নদীবিশেষ)

▫️

🌱ঈ

▫️

ঈপ্সিতা

ঈশানী (দুর্গা) 

ঈশিতা 

ঈশ্বরী 

ঈশা (ঈশ্বরী)

ঈষা (সীতা)

ঈষিকা/ঈষীকা (তুলি)

▫️

🌱উ

▫️

উত্তমা 

উত্তরা

উপমা

উমা

উর্বশী 

উলুপী (অর্জুনের স্ত্রী) 

উষা

🌱ঊ

ঊর্জস্বী (তেজস্বী)

ঊর্মি  (তরঙ্গ) 

ঊর্মিলা 

ঊষা

🌱ঋ

ঋজুতা (সরলতা) 

ঋতু

ঋতি (গতি)

ঋত্বিকা

ঋদ্ধিমা

🌱এ

একা (সং. একাকিন্)

একেশ্বরী 

🌱ঐ 

ঐকান্তি

ঐন্দ্রিলা 

ঐশী

ঐশ্বর্য 

🌱ও

ওজস্বিনী (তেজস্বিনী) 

ওজস্বিতা 

▫️

🌱ক

▫️

কণা

কণিকা

কথা

কবরী (খোঁপা)

কবিতা

কমলা (লক্ষ্মী) 

কমলাক্ষী

কমলিনী (পদ্মিনী) 

কল্যাণী 

কাকলী

কাজরী (ভারতীয় পল্লীগীতি-বিশেষ)

কাজল

কাত্যায়নী 

কাদম্বরী (সরস্বতী,  কোকিলা, শারিকা)

কাদম্বিনী (মেঘপুঞ্জ)  

কান্তা

কান্তি 

কাবেরী (সপ্তগঙ্গার অন্যতম)

কামদা (সুরভী)

কামিনী (ফুলবিশেষ) 

কালিন্দী

কিশোরী (রাধারাণী) 

কীর্তিদা

কুন্তী 

কুমুদিনী (লাল/শ্বেতপদ্ম-শোভিত সরোবর)

কুমুদী (লাল/শ্বেতপদ্ম) 

কুসুম

কুসুমিতা (পুষ্পিতা)

কৃত্তিকা (নক্ষত্রবিশেষ) 

কৃষ্টি

কৃষ্ণকলি (ফুলবিশেষ) 

কৃষ্ণকান্তি

কৃষ্ণপ্রিয়া

কৃষ্ণবর্ণা 

কৃষ্ণময়ী

কৃষ্ণা

কেতকী (কেয়া)

কেশবী

কৌমুদী (জ্যোৎস্না) 

কৌশল্যা

কৌশিকী (মহামায়ার রূপবিশেষ)

▫️

🌱গ

▫️

গঙ্গা

গায়ত্রী 

গীতা

গীতাঞ্জলি

গীতিকা (গাথা)

গীতেশ্বরী

গুণময়ী

গোধূলি 

গোপিকা

গোপিনী

গোমতী ( অযোধ্যার নদীবিশেষ) 

গৌতমী (দুর্গা) 

গৌরাঙ্গী 

গৌরী 

ঘ, ঙ

▫️

🌱চ

▫️

চঞ্চলা (লক্ষ্মীদেবী)

চন্দনা (নদীবিশেষ) 

চন্দ্রকান্তা 

চন্দ্রকান্তি 

চন্দ্রপ্রভা 

চন্দ্রমল্লিকা (পুষ্পবিশেষ) 

চন্দ্রা

চন্দ্রাবতী 

চন্দ্রাবলী 

চন্দ্রিকা (জোৎস্না)

চন্দ্রিমা 

চম্পকলতা

চম্পা (সং. চম্পক)

চয়নিকা ( সঙ্কলিত রচনা বা কবিতাবলি) 

চারুলতা 

চিত্রলেখা

চিত্রা (নক্ষত্রবিশেষ) 

চিত্রাঙ্গদা (অর্জুনের স্ত্রী)

চিন্ময়ী 

চেতনা

চৈতালি/চৈতালী

চৈতি/চৈতী (চৈত্রমাসের) 

🌱ছ

ছন্দা

ছবি (দ্যুতি)

▫️

🌱জ

▫️

জগদম্বা 

জয়তি

জয়দা

জয়প্রদা

জয়শ্রী

জয়ন্তী (পতাকা, দুর্গা) 

জয়া (দুর্গা, হরীতকী)

জানকী

জাহ্নবা

জাহ্নবী (গঙ্গানদী) 

জুঁই (সং. যূথিকা) 

জ্যোতি

জ্যোতিকা

জ্যোতির্ময়ী 

জ্যোৎস্না 

🌱ঝ

ঝর্ণা 

ঝুমুর (সং. ঝুমরি) 

ঞ, ট, ঠ, ড, ঢ, ণ 

▫️

🌱ত

▫️

তটিনী (নদী)

তনয়া

তনিমা

তনু

তনুশ্রী 

তন্দ্রা

তন্বী 

তপতী (নদীবিশেষ) 

তপস্বিনী 

তমালিকা (তেজপাতা)

তমালিনী (তমালবহুল স্থান)

তরঙ্গিণী 

তরী 

তরু 

তরুণিমা

তাপসী (তপস্বিনী) 

তিতিক্ষা ( সহিষ্ণুতা) 

তিথি

তিলোত্তমা (তিল তিল করে উত্তমরূপে নির্মিতা)

তুঙ্গবিদ্যা

তুলনা

তুলসী

তুলি (সং. তূলি)

তৃণা

তৃপ্তা

তৃপ্তি

তৃষা (পিপাসা) 

তৃষিতা

তৃষ্ণা 

ত্রপা (লজ্জা) 

ত্রয়ী 

ত্রিনয়না (দুর্গা)

ত্রিনয়নী 

▫️

🌱দ

▫️

দময়ন্তী (বিদর্ভ রাজকন্যা)

দয়ানিধি

দয়িতা (প্রিয়া)

দামিনী (বিদ্যুৎ) 

দিঠি (দৃষ্টি)

দিবা

দিব্যরূপা

দিব্যা

দিশা

দিয়া (সং. দ্বারা)

দীপা

দীপাঞ্জনা

দীপালি

দীপাবলি

দীপিকা 

দীপ্তি 

দুর্গা

দুহিতা (নন্দিনী) 

দৃষ্টি

দেবকী

দেবযানী

দেবহূতি

দেবী 

দোলা, দুলা (সং. দুল্)

দ্যুতি 

দ্রৌপদী

🌱ধ

ধনিষ্ঠা (নক্ষত্রবিশেষ) 

ধরিত্রী 

ধর্মিষ্ঠা (ধার্মিক)

▫️

🌱ন

▫️

নদী

নন্দনা

নন্দিতা (আনন্দিত) 

নন্দিনী (দুহিতা, আনন্দদায়িনী) 

নবমী 

নয়না

নয়নী 

নর্মদা 

নাভাদেবী

নারায়ণী 

নিপুণ

নিবেদিতা 

নিরঞ্জনা (নির্মলা, পূর্ণিমা)

নিরুপমা

নির্মলা

নিশুতি/নিষুতি (গভীর রাত)

নিষ্ঠা

নীরজা (পদ্ম)

নীরদা (মেঘ)

নীরাজনা (আরতি)

নীলা (নীলকান্তমণি) 

নীলাঞ্জনা

নীলাম্বরী (নীল শাড়ি)

নীলিমা 

নূপুর 

নোলক (সং. লোলক)

▫️

🌱প

▫️

পঞ্চমী 

পদ্মগন্ধা

পদ্মমুখী 

পদ্মা (লক্ষ্মীদেবী)

পদ্মাবতী

পদ্মিনী (পদ্মবিশিষ্ট, সুলক্ষণা নারী)

পবিত্রা

পরমা

পরমেশ্বরী 

পরিণীতা 

পর্ণী (পত্রযুক্ত) 

পল্লবী 

পাঞ্চালী

পান্না (মণিবিশেষ,  পারণা-র কথ্যরূপ) 

পাপড়ি (সং. পর্ব)

পাবনী (গঙ্গানদী) 

পার্বতী 

পিপাসা

পুণ্যা

পুষ্প

পুষ্পিকা

পুষ্পিতা (কুসুমিতা) 

পূজা

পূরবী/পুরবী (রাগিনীবিশেষ)

পূর্ণা

পূর্ণিমা

পূর্বা 

পূর্বাশা (পূর্বদিক)

পূর্বিতা (অগ্রগণ্যতা) 

পৃথা

পৌলোমী (ইন্দ্রপত্নী) 

পৌষী

প্রকৃতি 

প্রজ্ঞা (গভীর জ্ঞান)

প্রণতি

প্রতিভা

প্রতিমা

প্রতীক্ষা 

প্রত্যাশা

প্রথমা

প্রভা

প্রভাতী 

প্রভাবতী 

প্রভাময়ী

প্রমা (যথার্থ জ্ঞান)

প্রমীলা (তেজী স্ত্রী)

প্রশান্তি 

প্রাচী (পূর্বদিক)

প্রাপ্তি

প্রার্থনা

প্রিয়মঞ্জরী

প্রিয়ংবদা 

প্রিয়তোষিণী

প্রিয়দর্শিনী 

প্রিয়সখী 

প্রিয়া

প্রীতি

প্রীতিলতা 

প্রেমদা

প্রেমা

প্রেরণা

প্রেয়সী

প্রেষ্ঠা (প্রিয়তমা)

প্লাবিতা 

🌱ফ

ফাল্গুনী

▫️

🌱ব

▫️

বকুল

বনলতা

বন্দনা

বর্ণালি/বর্ণালী 

বর্ষা

বসুমতী 

বাঁধন

বারি (জল)

বাসন্তী (দুর্গা)

বাসুলী, বাশুলী (বিশালাক্ষী দেবী)

বিচিত্রা

বিজয়া (দুর্গা)

বিদ্যা

বিনতা (গরুড়ের মাতা)

বিনোদিনী 

বিন্দু

বিন্ধ্যা

বিপাশা (নদীবিশেষ)

বিভা (প্রভা)

বিভাবরী (রাত্রি) 

বিমলা

বিরজা

বিশাখা

বিশালাক্ষী (দুর্গাদেবী) 

বিশালী  (অতিশয় উদারতা)

বিষ্ণুপ্রিয়া 

বীণা

বীণাপাণি

বীথি, বীথি (সারি, পঙক্তি) 

বীথিকা

বৃন্দা

বৃষ্টি

বৈজয়ন্তী (পতাকা, মালা)

বৈশাখী (বিশাখা-নক্ষত্রযুক্ত পূর্ণিমা)

ব্রজেশ্বরী

▫️

🌱ভ

▫️

ভক্তি

ভক্তিদেবী

ভক্তিমতী 

ভক্তিময়ী

ভগবতী

ভবতারিণী 

ভবানী 

ভাগীরথী 

ভানুমতী (সুন্দরী) 

ভুবনেশ্বরী 

ভৈরবী 

▫️

🌱ম

▫️

মঙ্গলা (শুভদায়িনী) 

মঞ্জরি, মঞ্জরী (মুকুল) 

মঞ্জু (সুন্দর)

মঞ্জুলালী 

মঞ্জুষা (ঝাঁপি) 

মণি

মণিকা

মণিময়ী

মধুছন্দা

মধুপ্রিয়া

মধুরা 

মধুরিমা

মনমোহিনী 

মনীষা (প্রজ্ঞা) 

মনোহারিণী

মনোরমা

মনোলোভা 

মন্দাকিনী

মন্দিরা (বাদ্যযন্ত্রবিশেষ)

মমতা

মল্লিকা 

মহামায়া

মহালক্ষ্মী

মহাশ্বেতা (সরস্বতী) 

মহিমা

মাদ্রী

মাধবী

মাধুরী

মাধুর্য

মানসী

মালতী

মালা

মিতা (মিত্র)

মিতালি/ মিতালী 

মিত্রবিন্দা

মিত্রা (বান্ধবী)

মিথিলা

মিনতি

মিষ্টি

মীনাক্ষী 

মুক্তা

মুক্তি

মুগ্ধা

মৃণালিনী 

মৃত্তিকা 

মৃন্ময়ী 

মেধা

মৈত্রী 

মৈথিলী (সীতা, মিথিলার ভাষা)

মোহনা

মোহিনী 

মৌনী (মৌনব্রতী)

মৌলি/মৌলী (মুকুট, মস্তক)

▫️

🌱য

▫️

যমুনা

যশোদা

যশোমতী 

যামিনী (রাত্রি) 

যূথী (জুঁইফুল) 

যূথিকা (জুঁইফুল) 

যোগমায়া 

▫️

🌱র

▫️

রঙ্গদেবী

রঙ্গিণী 

রচনা

রজনী 

রঞ্জিতা

রত্নপ্রভা

রত্নময়ী 

রত্না

রত্নাবতী

রত্নাবলী 

রমা (লক্ষ্মীদেবী) 

রম্যা (মনোরমা)

রসমঞ্জরি

রাই

রাইকিশোরী

রাকা (পূর্ণিমার চাঁদ) 

রাখি/রাখী (মঙ্গলসূত্র) 

রাজনন্দিনী 

রাজলক্ষ্মী 

রাজশ্রী 

রাজেশ্বরী

রাত্রি

রাধা

রাধারাণী

রাধিকা

রামা (প্রিয়া)

রাসমণি

রাসেশ্বরী

রাহি (রাই)

রুক্মিণী 

রুচি (দীপ্তি)

রূপমঞ্জরি 

রূপশ্রী

রূপা

রূপালি/রুপালি 

রূপিণী 

রেখা

রেণু (ধুলা)

রেণুকা

রেবতী ( বলরামের পত্নী,  নক্ষত্রবিশেষ) 

রেবা (নর্মদানদী)

রোহিণী 

▫️

🌱ল

▫️

লক্ষণা 

লক্ষ্মী

লক্ষ্মীদেবী

লক্ষ্মীপ্রিয়া

লতা

ললিতা

লাবণি

লাবণ্য

লাবণ্যময়ী 

লাস্যময়ী 

লিপি

লিপিকা (পত্র)

লীলাময়ী 

লীলেশ্বরী

লোপামুদ্রা

▫️

🌱শ

▫️

শচী

শচীদেবী

শচীমাতা

শতরূপা

শতাব্দী 

শমিতা (প্রশমিতা)

শম্পা (বিদ্যুৎ) 

শর্বরী (রাত্রি)

শর্মিলা

শর্মিষ্ঠা 

শশী

শান্তা (শ্রীরামচন্দ্রের বড় বোন)

শান্তি

শারদা (দুর্গা, সরস্বতী) 

শাশ্বতী

শিখা

শিপ্রা (উজ্জয়িনীতে প্রবাহিত শাখা নদী)

শিবা (দুর্গা)

শিবাঙ্গী 

শিবানী 

শিলা (প্রস্তর) 

শিল্পা

শিল্পী 

শুক্লা

শুভঙ্করী (দুর্গাদেবী) 

শুভদা ( কল্যাণকারিণী)

শুভ্রা

শৈলী (রীতি)

শোভা

শ্যামবিনোদিনী

শ্যামলা

শ্যামলী

শ্যামা

শ্রবণা (নক্ষত্রবিশেষ)

শ্রিয়া

শ্রীদেবী 

শ্রীময়ী 

শ্রুতি

শ্রুতিপ্রিয়া

শ্রেয়সী (শ্রেষ্ঠ) 

শ্রেয়া

🌱ষ

ষষ্ঠী 

▫️

🌱স

▫️

সংহিতা 

সত্যভামা

সন্তোষী

সন্ধ্যা

সন্মোহিনী

সপ্তমী 

সবিতা (জনয়িতা) 

সমর্পিতা 

সমাপ্তি

সম্পূর্ণা

সম্প্রীতি 

সরস্বতী

সর্বপূজ্যা

সরোজিনী (কমলিনী) 

সাধনা

সাধিকা (সাধক)

সাবিত্রী ( গায়ত্রী,  দুর্গা)

সারদা

সায়ন্তনী 

সিঁথি

সিক্তা

সিঞ্চিতা

সিতি ( শ্বেতবর্ণ,  নীলবর্ণ) 

সিতিমা (নীলিমা)

সিদ্ধিদা

সীতা

সীমন্তিনী (নারী)

সীমা

সুকন্যা 

সুকেশা

সুখদা

সুগন্ধা 

সুচরিতা

সুচিত্রা 

সুজাতা

সুতন্বী

সুতপা (কঠোর তপস্যায় অভ্যস্ত)

সুদর্শনা 

সুদেবী

সুনন্দা

সুনয়না

সুনীতি 

সুনেত্রা

সুপ্রভা

সুপ্রিয়া 

সুবর্ণা

সুভদ্রা

সুভদ্রাঙ্গী

সুভাষিণী 

সুমতি

সুমনা

সুমিত্রা 

সুমুখী

সুরধুনী 

সুরম্যা

সুরুচি 

সুরূপা

সুরভি/সুরভী

সুলক্ষণা 

সুলেখা

সুলোচনা 

সুস্মিতা 

সুষমা (লাবণ্য)

সুরেশ্বরী (দুর্গা, গঙ্গা)

সুহাসিনী 

সৃজনী 

সৃজা

সৃজিতা

সৃষ্টি

সেঁজুতি (সন্ধ্যাপ্রদীপ) 

সেতু

সোহিনী (রাগিনীবিশেষ,  সং. শোভিনী) 

সৌদামিনী (বিদ্যুৎ)

সৌম্যা

স্নিগ্ধা

স্বর্ণময়ী

স্বরূপা

স্বরূপিনী

স্বস্তিকা

স্বাগতা

স্মৃতি

▫️

🌱হ

▫️

হরিপ্রিয়া

হরিভক্তি

হাসি

হিমানী

হিয়া

হৃদি

হেমকান্তি

হেমন্তিকা

হেমলতা

হেমা

হেমাকান্তি

হেমাঙ্গী

হেমাঙ্গিনী 

হৈম

হৈমন্তী

হৈমবতী (পার্বতী/শতদ্রু নদী)

 ড়,  ঢ়, য়, ৎ, ং, ঃ, ঁ 

লক্ষ্য করুন

★শিশুর জন্মের সময় অনুসারে রাশি নির্ণয় করুন।

★ রাশির নির্ধারিত বর্ণ অনুযায়ী নামকরণ করুন। 

★ ১১শ কিংবা ১২শ দিবসে নামকরণ সংস্কার সম্পন্ন করুন।  কোন কারণবশত নামকরণ না হলে ১০১তম দিবসে সম্পন্ন করুন। একবছর পরেও (জন্মতিথিতে) নামকরণের বিধান রয়েছে।  

★ নির্বাচিত নামটি পিতা শিশুর মায়ের বামকানে বলবে। (তোমার পুত্র/কন্যার নাম… )। তারপর পিতা শিশুর ডানকানে নামটি বলবে। (তোমার নাম…) 

★ নামকরণ সংস্কার সম্পন্নের জন্য আপনার নিকটস্থ অভিজ্ঞজনের শরণাপন্ন হোন। 

★ অাধুনিকতার নামে অর্থহীন নাম পরিহার করুন। 

ধন্যবাদ। হরেকৃষ্ণ!

Avatar of Navanila

Navanila

Writer & Admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments