বেদ থেকে মূর্তি পুজার রেফারেন্স দিবেন কেউ জানলে? কিছু মানুষ দের জাবাব দিতে হবে।
জয় শ্রী রাম
জয় জয় শ্রী রাম
হরে কৃষ্ণ প্রভু দণ্ডবৎ প্রণাম 🙏
স্বয়ং বেদ এর সংহিতা অংশেই বিগ্রহ আরাধনার কথা রয়েছে।
নূ মর্তো দয়তে সনিষ্যন্যো বিষ্ণব উরুগায়ায় দাশ।
প্র যঃ সত্রাচা মনসা যজাত এতাবন্তং নর্যমাবিবাসাৎ।।
[ ঋগ্বেদ সংহিতা,মন্ডল ৭, সুক্ত ১০০, মন্ত্র ১]
বঙ্গানুবাদ:
যিনি বহু লোকের কীর্তনীয় বিষ্ণুকে হব্য দান করেন,যিনি যুগপৎ উচ্চারিত স্তোত্রের দ্বারা তাকে পূজা করেন এবং মনুষ্যের হিতকর বিষ্ণুর পরিচর্যা করেন সে মর্ত্যধন ইচ্ছা করে শীঘ্রই প্রাপ্ত হন।
যদি বিগ্রহ বা শ্রীমূর্তি পূজা বেদবিহিত না হত,তাহলে এ মন্ত্রে পূজা,পরিচর্যার প্রসঙ্গই আসতো না।
বিগ্রহ পূজা সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন:
https://svadharmam.com/is-idol-worship-scripturally-permissible/
হরে কৃষ্ণ 🙏