পুরাণসমূহের সংখ্যা এবং শ্রেণীবিভাগ?!

%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8

পদ্মপুরাণ উত্তর খন্ড/২৩৬/১৮-২১ নং শ্লোকে ভগবান শিব দেবী পার্বতীর নিকট পুরাণ সমূহের বর্ণনা দিচ্ছেন-

“হে সুন্দরী (পার্বতী), জেনে রেখো বিষ্ণু, নারদ, ভাগবত, গরুড়, পদ্ম ও বরাহ পুরাণ সাত্ত্বিক; ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈবর্ত, মার্কণ্ডেয়, ভবিষ্য, বামন ও ব্রহ্ম পুরাণ রাজসিক; এবং মৎস্য, কূর্ম, লিঙ্গ, শিব, স্কন্দ এবং অগ্নি পুরাণগুলি তামসিক।”

সাত্বিক পুরাণ:

১। বিষ্ণুপুরাণ – ২৩,০০০ শ্লোক সমন্বিত
২। নারদপুরাণ – ২৫,০০০ শ্লোক সমন্বিত
৩। ভাগবতপুরাণ – ১৮,০০০ শ্লোক সমন্বিত
৪। গরুড়পুরাণ – ১৯,০০০ শ্লোক সমন্বিত
৫। পদ্মপুরাণ – ৫৫,০০০ শ্লোক সমন্বিত
৬। বরাহপুরাণ – ২৪,০০০ শ্লোক সমন্বিত

রাজসিক পুরাণ:
১। ব্রহ্মাণ্ড পুরাণ – ১২,০০০ শ্লোক সমন্বিত
২। ব্রহ্মবৈবর্ত পুরাণ – ১৮,০০০ শ্লোক সমন্বিত
৩। মার্কেন্ডেয় পুরাণ – ৯,০০০ শ্লোক সমন্বিত
৪। ভবিষ্যপুরাণ – ১৪,৫০০ শ্লোক সমন্বিত
৫। বামন পুরাণ – ১০,০০০ শ্লোক সমন্বিত
৬। ব্রহ্মপুরাণ – ১০,০০০ শ্লোক সমন্বিত

তামসিক পুরাণ:
১। মৎস্যপুরাণ – ১৪,০০০ শ্লোক সমন্বিত
২। কূর্মপুরাণ – ১৭,০০০ শ্লোক সমন্বিত
৩। লিঙ্গপুরাণ – ১১,০০০ শ্লোক সমন্বিত
৪। শিবপুরাণ – ২৪,০০০ শ্লোক সমন্বিত
৫। স্কন্ধপুরাণ – ৮১,১০০ শ্লোক সমন্বিত
৬। অগ্নিপুরাণ – ১৫,৪০০ শ্লোক সমন্বিত

 

বিঃদ্রঃ – অষ্টাদশ মহাপুরাণের শ্লোক সংখ্যা ভাগবতপুরাণের ১২/১৩/৪-৯ নং শ্লোকে বর্ণিত হয়েছে।

– প্রবীর চৈতন্যচন্দ্র দাস
Avatar of Prakash Chandra Deb

Prakash Chandra Deb

Writer & Admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments