‘হরে কৃষ্ণ’ মহামন্ত্রের অর্থ -শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরকৃত
হরেকৃষ্ণ মহামন্ত্রের গূঢ় তত্ত্ব।
মহামন্ত্রের অষ্টশ্লোকে সম্মন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্ব।।
হরেকৃষ্ণ ষোলনাম অষ্টযুগ হয়।
অষ্টযুগ অর্থে অষ্টশ্লোক প্রভু কয়।।
আদি হরেকৃষ্ণ অর্থে অবিদ্যাদমন।
শ্রদ্ধার সহিত কৃষ্ণনামসংকীর্তন।।
-[হরে কৃষ্ণ]
আর হরেকৃষ্ণ নাম কৃষ্ণ সর্বশক্তি।
সাধুসঙ্গে নামাশ্রয়ে ভজনানুরক্তি।।
সেইত ভজনক্রমে সর্ব্বনর্থনাশ।
অনর্থাপগমে নামে নিষ্ঠার বিকাশ।।
– [হরে কৃষ্ণ]
তৃতীয়ে বিশুদ্ধতক্ত চরিত্রের সহ।
কৃষ্ণ কৃষ্ণ নামে নিষ্ঠা করে অহরহ।।
-[কৃষ্ণ কৃষ্ণ]
চতুর্থেতে অহৈতুকী ভক্তি উদ্দীপন।
রুচি সহ হরে হরে নামসংকীর্তন।।
-[হরে হরে]
পঞ্চমেতে শুদ্ধ দাস্য রুচির সহিত।
হরেরাম সংকীর্তন স্মরণবিহিত।।
-[হরে রাম]
ষষ্ঠে ভাবাঙ্কুরে হরে রামেতি কীর্তন।
সংসারে অরুচি কৃষ্ণে রুচি সমর্পণ।।
-[হরে রাম]
সপ্তমে মধুরাসক্তি রাধাপদাশ্রয়।
বিপ্রলম্ভে রামরাম নামের উদয়।।
-[রাম রাম]
অষ্টমে ব্রজেতে অষ্টকাল গোপীভাব।
রাধাকৃষ্ণ প্রেম সেবা প্রয়োজন লাভ।।
-[হরে হরে]
-শ্রীভজন রহস্যম্। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর