পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রকটকালীন লীলা চক্র

20240824_175913

গোকুল লীলা

১) জন্ম থেকে ৬ দিনে পুতনা বধ
২) ৩ মাসে শকটাসুরকে বধ
৩)  থেকে ১০০ দিনে নামকরণ অনুষ্ঠান
৪) ১ বছর সমাপ্তিতে তৃণাবর্তাসুর বধ
৫) ৩ বছর ২ মাসে দামোদর-লীলা এবং যমলার্জুন বৃক্ষের মুক্তি ৩ বছর ৩ মাসে বৃন্দাবনে আগমন

বৃন্দাবন লীলা

৬) ৩ বছর ৪ মাসে গো-বাছুর পালন
এবং বৎসাসুর বধ।
৭) ৪ বছর ৪ মাসে অঘাসুর বধ ও শ্রী ব্রহ্মা বিমোহন লীলা ৫ বছর ২ মাসে গাভী পালনের দায়িত্বভার অর্পন
৮) ৬ বছর ৯ মাসে কালিয় বধ এবং গোপীদের সাথে প্রথম সাক্ষাৎ
৯) ৭ বছর ২ মাসে গোবর্ধন-লীলা ৮ বছরে বরুণের আবাস থেকে নন্দ মহারাজের উদ্ধার ৯ বছরে অম্বিকা-বন ভ্রমণ,শঙ্খচূড় বধ, হোলি-লীলা
১০) ১০-১১তম বছরে দানকেলী, গোপীদের সাথে লীলা, কেশী বধ ও অক্রুরের আগমন

মথুরা লীলা

১১) ১১ বছর ১ মাসে মথুরায় গিয়ে কংসকে বধ ১১ বছর ৫ মাস উপনয়ন-সংস্কার
১২) ১১ বছর ৭ মাসে গুরুকুলে গিয়ে ৬৪ দিনে ৬৪ কলা রপ্ত (উজ্জয়িনী)
১৩) ১৪ বছর ২ মাসে কুজার সাথে সাক্ষাৎ
১৪) ১৫-৩২ বছরে মথুরায় জরাসন্ধ কর্তৃক ১৮বার আক্রমণ

দ্বারকা লীলা

১৫) ৩২ বছরে দ্বারকা প্রতিষ্ঠা ও রুক্মিণীর
সাথে বিবাহ
১৬) ৩৩ বছরে প্রদ্যুম্নের জন্ম
১৭) ৩৪-৪০ বছরে ভৌমাসুর (নরকাসুর) বধ ও তাঁর বন্দী রাণীদের বিবাহ
১৮) ৪৫ বছর কুরুক্ষেত্রে ব্রজবাসিদের সাথে সাক্ষাৎ
১৯) ৫১ বছর ১৮ বছর পর প্রদ্যুম্নের দ্বারকায় আগমন
২০) ৫২ বছর শ্রী বলদেবের ব্রজে আগমন
২১) ৫৩ বছর অনিরুদ্ধের জন্ম
২২) ৭২ বছরে রাজসূয় যজ্ঞ এবং শিশুপাল বধ ইন্দ্রপ্রন্থ

হস্তিনাপুর লীলা

২৩) ৭৩ বছর কৌরব কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণে কৃষ্ণ কর্তৃক বজ্রদান
২৪) ৮৬ বছর বনবাস থেকে কৃষ্ণসহ পাণ্ডবদের আগমন
২৫) ৮৭ বছর কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধের আশঙ্কা ও শান্তির বার্তা নিয়ে শ্রীকৃষ্ণ কৌরবসভায় গমন
২৬) ৮৯ বছর শান্তি আলোচনা ব্যর্থ এবং ‘মহাভারত’ যুদ্ধ সংঘটিত
২৭) ৯০-১২৪ বছর দ্বারকায় বাস
২৮) ১২৫ বছর শ্রীকৃষ্ণের অন্তর্ধান লীলা

FB IMG 17244727734886419 Svadharmam

তথ্যসূত্র:
©চৈতন্য সন্দেশ
©অমৃতের সন্ধানে

Avatar of Brajasakha Das

Brajasakha Das

Writer & Admin

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments