বেদে কি একাদশী উপবাসের কথা বলা হয়েছে?

20250404_102333

বেদ চার প্রকার -ঋগ্,সাম , যজু (শুক্ল,কৃষ্ণ)এবং অথর্ব।আবার প্রতিটি বেদের চারটি ভাগ – সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। বেদের এ চারটি বিভাগকে একত্রে বেদ বা শ্রুতি বলা হয়। সংহিতা চার প্রকার -ঋগ্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা এবং অথর্ববেদ সংহিতা। সংহিতার পর বেদের আরো দুটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো ব্রাহ্মণ এবং আরণ্যক। বেদের সর্বশেষ বিভাগ হলো উপনিষদ।তাই উপনিষদকে বেদান্তও বলা হয়।

অনেকে প্রশ্ন করেন বেদে কি একাদশী উপবাসের কথা বলা হয়েছে?এর উত্তর হল শুক্ল যজুর্বেদীয় বৃহদারণ্যক উপনিষদ ৪/৪/২২ নং মন্ত্রে
সমগ্র মানব জাতিকে ঈশ্বরের প্রীতির জন্য অনশন বা উপবাস পালন  করার কথা বলা হয়েছে।

তমেতং বেদান বচনেন ব্রাহ্মণা বিবিদিষন্তি
যজ্ঞেন দানেন তপসাংনাশকেনৈতমেব বিদিত্বা মুনির্ভবতি।

[বৃহদারণ্যক ঊপনিষদ ৪/৪/২২(শুক্ল যজুর্বেদ) ]

বঙ্গানুবাদ: “বেদবচন, যজ্ঞ, দান, তপস্যা ও অনশন(উপবাস ব্রত) দ্বারা ব্রহ্মবিদগণ পরমেশ্বরকে জানিতে চাহেন। ইহাকে জানিয়াই মানুষ মুনি হয়।”

এছাড়াও  কৃষ্ণযজুর্বেদ সংহিতা ১/৬/৭
স্পষ্টভাবে উপবাসের বিধান প্রদত্ত হয়েছে।

যদনাশ্বানুপবসেৎ ক্ষোধুকঃ স্যাদ্যষ্বীয়াদ্রদ্রোহস্য পশূনভি মন্যেত। অপোহশ্মাতি। তন্নেবাশিতং নেবানশিতং ন ক্ষোধুকো ভবাতি নাস্র রুদ্রঃ পশূনভি মন্যতে। বজ্ৰো বৈ যজ্ঞঃ ক্ষুৎ খলু বৈ মনুষ্যস্য ভ্রাতৃব্যো যদনাশ্বানুপবসতি বজ্রেণৈব সাক্ষাৎক্ষুধং
ভ্রাতৃব্যং হন্তি ॥

            –[কৃষ্ণযজুর্বেদ সংহিতা ১/৬/৭]

বঙ্গানুবাদ: “উপবাসে ক্ষুধা বৃদ্ধি পায় এবং ক্ষুধাগ্নি জীবের ক্ষতি সাধন করে । যদি ক্ষুধা অসহনীয় হয় তবে জলপান করবে। জলপানে ভোজন হয়, আবার হয়না। যজ্ঞ বজ্রসদৃশ, ক্ষুধা মানুষের শত্রু। না খেয়ে উপবাস করলে যজ্ঞরূপ বজ্র তার ক্ষুধারূপ শত্রুকে বিনাশ করে।”

সুতারাং ভক্তগণ বেদের বিধান অনুযায়ী একাদশী তিথিতে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য উপবাস পালন করেন,যা বিশেষভাবে ছান্দোগ্য উপনিষদ ৭/১/২ অনুযায়ী পঞ্চমবেদরুপ পুরাণ শাস্ত্র, এবং স্মৃতি শাস্ত্র,পঞ্চরাত্র শাস্ত্রে নির্দেশ প্রদান করা হয়েছে।

পরিশেষে বেদে যাকে নিষেধ করা হয়েছে, (যেমন গোমাংস আহার করা পাপ),তা যদি পুরাণ শাস্ত্র সহ অন্যান্য শাস্ত্রে অনুমতি প্রদান করা হয় তবে তা ব্যাসস্মৃতি অনুযায়ী  অধর্ম।সুতারাং ঈশ্বরের সন্তুষ্টি বিধানের নিমিত্তে উপবাস পালন করার কথা বেদে  উপদেশ করা হয়েছে। আর পুরাণ শাস্ত্রে আরো স্পষ্ট ভাবে একাদশী নামক শুভ তিথিতে উপবাস পালনের জন্য মানবজাতিকে উপদেশ প্রদান করা হয়েছে। এইভাবে একাদশী তিথিতে উপবাস ব্রত পালন করা একটি বেদবিহীত কর্ম।

তথ্য প্রদান- শ্রীমান ব্রজসখা দাস

                      হরে কৃষ্ণ || প্রনাম

Avatar of Sadgun Madhav Dash

Sadgun Madhav Dash

Writer & Admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments