আমাদের শাস্ত্র কি হস্তরেখায় ভবিষ্যৎ বিচার (Palmistry) কে সমর্থন করে?

Svadharmam Q&A

আমাদের শাস্ত্র কি হস্তরেখায় ভবিষ্যৎ বিচার (Palmistry) কে সমর্থন করে?

সনাতন ধর্ম হস্তরেখা সমর্থন করে, কেননা হস্তরেখা আমাদের আগের জীবনের কর্মফল প্রদর্শন করে। এমন নয় রেখা আছে বলে সেটা হবে, বরং এটা হবে সেটা বোঝাতে হাতের রেখার বিভিন্নতা। কিন্তু হস্তরেখা সঠিকভাবে বিচার করতে পারে এমন বিশারদ পাওয়া দুষ্কর বর্তমান সময়ে।
পদ্মপুরাণে বলা হয়েছে কেউ যদি নিয়মিত হাতে তালি দিয়ে হরিনাম কীর্তন করে, তবে তার হাতের রেখায় লিপিকৃত দুর্ভাগ্য দূরীভূত হয়।

প্রশ্ন তাহলে যাদের হাত নেই তাদের কি সৌভাগ্য নেই?

সৌভাগ্য বা দুর্ভাগ্য হাতের ওপর নির্ভর করে না, নির্ভর করে পূর্ব জীবনের কর্মের ওপর। হাতের রেখা হলো ডায়েরির মতো, যেখানে আগের জীবনের কর্মফল লেখা থাকে। হাত না থাকলেও কর্ম ও কর্মফল রয়েছে, তাই সৌভাগ্য ও দুর্ভাগ্য হাতের ওপর নির্ভর করে না। হাতের রেখা কেবল এই বিষয়ে জানার একটি অস্পষ্ট মাধ্যম।

।। হরে কৃষ্ণ ।।

[ বি:দ্র: স্বধর্মম্-এর অনুমোদন ব্যাতীত এই গবেষণামূলক লেখার কোনো অংশ পুনরুৎপাদন, ব্যবহার, কপি পেস্ট নিষিদ্ধ। স্বধর্মম্-এর সৌজন্যে শেয়ার করার জন্য উন্মুক্ত ]

নিবেদক-
° স্বধর্মম্: প্রশ্ন করুন | উত্তর পাবেন °

Avatar of Madhura Gaurakiśora Dās

Madhura Gaurakiśora Dās

Writer & Admin

2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments