রজঃস্বলা অথবা পিরিয়ড অবস্থায় কি একাদশী ব্রত পালন করা যাবে?
রজঃস্বলা অবস্থায় একাদশী ব্রত পালন সম্পর্কে শ্রীহরিভক্তিবিলাসে বলা হয়েছে,
শৃঙ্গি-ঋষিপ্রোক্তে চ-
একাদশ্যাং ন ভুঞ্জীত নারী দৃষ্টে রজস্যপি ৷৷ ১৬ ৷৷
[ শ্রীহরিভক্তিবিলাস ১২।১৬ ]
অনুবাদ:
শৃঙ্গি ঋষি কথিত প্রমাণেও- নারী রজঃস্বলা অবস্থাতেও একাদশীতে ভোজন করিবে না।
অর্থাৎ রজঃস্বলা অবস্থাতেও মাতাজীরা একাদশী ব্রত পালন করবেন। যে কোনো অবস্থাতেই আমাদের সবার একাদশী ব্রত পালন করা উচিত। এই ব্রত পালনে ভগবান শ্রীহরির অত্যন্ত সন্তুষ্ট হন।
।। হরে কৃষ্ণ ।।
নিবেদক-
° স্বধর্মম্: প্রশ্ন করুন | উত্তর পাবেন °