ভানু স্বামী মহারাজের সংক্ষিপ্ত জীবনী

20250816_153748

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের অন্যতম শাস্ত্র বিশারদ শিষ্য শ্রীশ্রীমৎ ভানু স্বামী মহারাজ অনুদিত ❝Principle Upanishads❞ প্রকাশ হয়েছে। ভানু স্বামী মহারাজের প্রকাশনায় রয়েছে রঙ্গরামানুজ আচার্যের ভাষ্য সহ মাধ্বাচার্য; বলদেব বিদ্যাভূষণ; বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, জীবগোস্বামী, ভক্তিবিনোদ ঠাকুরের উপনিষদের ভাষ্যসমূহ।

শ্রীমৎ ভানু স্বামী মহারাজ যিনি তাঁর গুরুদেবের নির্দেশে বৈষ্ণব আচার্যগণ রচিত সমস্ত শাস্ত্রকে ইংরেজিতে অনুবাদের কার্য আজও চলমান রেখেছেন। ইতিমধ্যে ভানু স্বামী মহারাজ দ্বারা ১৩১ খানা শাস্ত্র গ্রন্থ প্রকাশিত হয়েছে। নিম্নে ভানু স্বামী মহারাজের অপ্রাকৃত জীবনী সংক্ষিপ্তভাবে উপস্থাপিত হলো।

 

শ্রী শ্রীমৎ ভানু স্বামী মহারাজ

শ্রী শ্রীমৎ ভানু স্বামী মহারাজ ১৯৪৮ সালের ২৬শে ডিসেম্বর কানাডায় সৌভাগ্যবান জাপানি পিতামাতার গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)- এর প্রতিষ্ঠাতা-আচার্য, কৃষ্ণকৃপাশ্রীমূর্তি অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের জ্যেষ্ঠ শিষ্যদের একজন। তিনি ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে “ওরিয়েন্টাল ফাইন আর্টস হিস্ট্রি” বিষয়ে বিএ ডিগ্রি অর্জন করেন।

১৯৭০ সালে তিনি ভারতে হরে কৃষ্ণ আন্দোলনে যোগ দেন। ১৯৭১ সালে শ্রীল প্রভুপাদের দ্বারা দীক্ষিত হয়ে ১৯৮২ সালে সন্ন্যাস গ্রহণ করেন। শ্রীল প্রভুপাদ তাঁকে নিজ হাতে ভগবানের শ্রীবিগ্রহ সেবার কৌশল শিখিয়েছিলেন এবং ইসকনের ভেতরে এই বিষয়ে তিনি একজন কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃত। তিনি বিশ্বজুড়ে বহু ভক্তের জন্য প্রেরণার উৎস এবং ভারত, জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও রাশিয়ায় কৃষ্ণভাবনার অমৃত প্রচার করেন।

১৯৭২ সালের মধ্যেই ভানু স্বামী মহারাজ সংস্কৃতের সঠিক উচ্চারণ, রান্নায় দক্ষতা এবং বিগ্রহ সেবায় উৎকর্ষের জন্য শ্রীল প্রভুপাদের প্রশংসা অর্জন করেন। সংস্কৃত ও বাংলার একজন বিদ্বান হিসেবে তিনি গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রসম্ভারের শতাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ অনুবাদ করেছেন। এঁদের মধ্যে অনেকই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রধান আচার্যদের ভাষ্য।

ভানু স্বামী মহারাজ নীরবে কাজ করে যাওয়া একজন সাধক। তিনি যুদ্ধকলা, রেইকি হিলিং (এক ধরনের জাপানি বিকল্প চিকিৎসা ও আধ্যাত্মিক নিরাময় পদ্ধতি), জ্যোতিষশাস্ত্র, মুদ্রা, কর্ণাটক সঙ্গীত (বিশেষ করে বীণা) ইত্যাদিতে পারদর্শী। তিঁনি নানা শাস্ত্র অধ্যয়ন করেছেন। তাঁর গভীর পাণ্ডিত্যে তাঁকে ভগবদ্‌গীতা, শ্রীমদ্ভাগবতম্‌, কর্মতত্ত্ব, পুনর্জন্ম, যোগ, শব্দের রহস্য, জ্যোতিষ প্রভৃতি বিষয়ে অসাধারণ প্রবন্ধ রচনা করতে সক্ষম করেছে।

তিনি আজও অনুবাদের এই সেবা অব্যাহত রেখেছেন—পূর্বতন বৈষ্ণব আচার্যদের বাংলা ও সংস্কৃত রচনার অমৃতরস আমাদের প্রদান করে আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শনের উপলব্ধিকে সমৃদ্ধ করছেন। তিনি ইসকনের পরিচালনা পর্ষদ (জিবিসি)-এরও একজন সদস্য।

উপস্থাপনে-

©স্বধর্মম্™

Pravira Caitanya Candra Das

Writer & Admin

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments