বিভীষণ !! যিনি ধর্মকে হৃদয়ে ধারন বা অধর্মকে ত্যাগ করার পর ওহ কেনো, নামটি অস্মানের সহিত নেওয়া হয়??
এর প্রধান দায় হিন্দুধর্মত্যাগী খ্রিস্টান কবি মাইকেল মধুসূদন দত্তের। তিনি তার তথাকথিত সাহিত্যগ্রন্থে ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, হনুমান, বিভীষণকে ভিলেইন; নারীর অপমানকারী রাবণকে দেশপ্রেমিক, তার পুত্র মেঘনাদকে মহাবীর এভাবে দেখিয়েছেন; ইমোশনাল প্ল্যাটফর্ম তৈরি করেছেন এবং পরিশেষে সেক্যুলার হিন্দুসমাজে বাহবা কুড়িয়েছেন। পরবর্তীতে তার অনুসরণে হিন্দু শাস্ত্রের ইতিবাচক চরিত্রদের ভিলেইন আর অসুরদের হিরো হিসেবে দেখানোর ট্রেন্ড শুরু হয়েছিল। তবে এর মধ্যে বিভীষণকে নিয়ে অপপ্রচার লোকমুখে বেশি প্রচলিত হয়েছে।
বিভীষণ দেশদ্রোহী বা ঘরের শত্রু নন। তিনি শিক্ষা দিয়েছেন সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে, ভগবৎকেন্দ্রীক জীবনযাপন করতে। তিনি রাবণকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু রাবণ তাঁকে তাড়িয়ে দিয়েছেন। তখন তিনি অন্তিম আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীরামের আশ্রয় গ্রহণ করেছেন।
।। হরে কৃষ্ণ ।।
নিবেদক-
° স্বধর্মম্: প্রশ্ন করুন | উত্তর পাবেন °