“জয় শ্রীরাম” কি কোনো রাজনৈতিক স্লোগান?

20241102_130038

“জয় শ্রীরাম” কি কোনো রাজনৈতিক স্লোগান?

না, এটি সকল সনাতনীদের সর্বজনীন স্লোগান। এ সম্পর্কে  শ্রীমদবাল্মিকী রামায়ণে সুন্দরকাণ্ডের, ৪২ সর্গের ৩৩ শ্লোকে ভক্তশ্রেষ্ঠ হনুমান উচ্চস্বরে ঘোষণা করলেন, “জয়ত্যতিবলো রামো অর্থাৎ, প্রভু শ্রীরামের জয় হোক”।

রামায়ণে আরো উল্লেখ রয়েছে, প্রভু শ্রীরামচন্দ্রের রাজত্বকালেও প্রজাদের মুখে কেবল শ্রীরামের জয়ধ্বনি শোনা যেতো-

রামাে রামাে রাম ইতি প্রজানামভবৎ কথা।

রামভূতং জগদভূদ্ রামে রাজ্যং প্রশাসতি।।

[ শ্রীমদবাল্মিকী রামায়ণ, যুদ্ধকাণ্ড, ১২৮।১০২]

বঙ্গানুবাদ:
রামরাজ্যে প্রজাবর্গের মুখে-মুখে কেবল রাম, রাম নাম এবং রামকথাই শোনা যেত। অখিল রাজ্য রামময় হয়েই থাকতো।

.

পদ্মপুরাণে এ সম্পর্কে উল্লেখ রয়েছে –

জয় রাঘব রামেতি জয় সূর্য কুলাঙ্গদঃ।

জয় দাশরথে দেব জয়তাল্লোকনায়ক।।

ইতি শূণ্বচ্ছুভাং বাচং পৌরানাং হর্ষিতাঙ্গিনাম্।

রামদর্শনসচ্জাত পুলকোদ্ধেদশোভিনাম্।।

[ পদ্মপুরাণ, পাতালখণ্ড, ২।৬৭,৬৮ ]

বঙ্গানুবাদ:
সকলেই সমস্বরে “জয় শ্রীরাঘব”, “জয় শ্রীরাম”, “জয় সূর্য বংশভূষণের জয়”, “জয় দশরথ নন্দন রাঘবের জয়”, “জয় লোকনায়ক রামচন্দ্রের জয়” ইত্যাদি প্রকারে রামচন্দ্রের জয় ঘোষণা করিতে লাগিল।

অতএব “জয় শ্রীরাম” সনাতনীদের সর্বজনীন স্লোগান, এতে কোনো সন্দেহ নেই।

।। হরে কৃষ্ণ ।।

নিবেদক-
° স্বধর্মম্: প্রশ্ন করুন | উত্তর পাবেন °

Shuvo Debnath

Writer & Admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments