আমার পরিচিত একজন ভুলবশত গোমাংস খেয়েছেন, কি করা উচিত তার?

Svadharmam Q&A

আমার পরিচিত একজন ভুলবশত গোমাংস খেয়েছেন, কি করা উচিত তার?

হরে কৃষ্ণ প্রভু। এখানে বেশ কিছু জিনিস বিবেচ্য।

১. প্রথমত তিনি স্বেচ্ছায় আহার করেননি, তাই স্বাভাবিকভাবেই ভগবান সহজেই তাকে ক্ষমা করবেন। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম কৃপাময়।

২. তবুও, জেনে হোক, না জেনে হোক, বিষভক্ষণ করলে যেমন মৃত্যু হয়, পাপও জেনে বা না জেনে করলেও ফলিত হয়। তাই অবশ্যই পাপ হয়েছে। তবে এর ক্ষমা লাভ করা যেতে পারে।

৩. শাস্ত্রে বলা হয়েছে, মাংস আহার, প্রাণীহত্যা, ক্রয়, বিক্রয় সবই সমান পাপ। যেকোনো মাংসাহারকারী এজন্য নরকে যাবে।
কেউ যদি গোমাংস আহার করে, তাকে ঐ গরুর যতগুলো লোম থাকে তার সমপরিমাণ বছর নরকে থাকতে হয়।

৪. কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান্‌ পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সমস্ত কিছু ত্যাগ করে কেবল আমার আশ্রয় গ্রহণ কর, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব, মা শূচ, শোক করোনা। অতএব আপনার ভাই যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে তাঁর নির্দেশনা অনুসরণ করে, তবে তাঁর অবশ্যই পাপ থেকে মুক্তি ও সদ্গতি হবে।

৫. এই বিষয়ে জানিয়ে রাখি, আগেকার দিনে এই পাপের প্রায়শ্চিত্ত করতে চান্দ্রায়ণ ব্রত নামে একটি বহু কঠিন প্রায়শ্চিত্ত করতে হতো, যেটা কলিযুগে কার্যকর নয়।

৬. উনি এখন কী কী করতে পারেন? উনি চাইলেই সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশনাবলি অনুসরণ করতে পারেন, অথবা ধীরে ধীরে প্রচেষ্টা করতে পারেন যতটা তার সম্ভব।
সনাতন ধর্মের চারটি মূল স্তম্ভ, সত্য-দয়া-তপ-শৌচএই চারটি পালন করার জন্য চারটি পাপ বর্জন করতে হয়, যথা:
ক. দ্যূতক্রীড়া বা জুয়া খেলা বন্ধ
খ. মাংসাহার বর্জন
গ. নেশা বর্জন
ঘ. বিবাহ বহির্ভূত সম্পর্ক বর্জন।
উনি এখান থেকে যেকোনো
যতটা সম্ভব ধীরে ধীরে চেষ্টা করতে পারেন।

কিন্তু এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে, সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কোনো সেবায় যুক্ত হওয়া। যেমন গীতাতেই কৃষ্ণ নির্দেশ দিয়েছেন,
১. সততং কীর্তয়ন্তো মাম্, সবসময় আমার নাম জপ ও কীর্তন করে
২. গীতা অধ্যয়ন কর,
৩. আমার ভক্ত হও, আমার পূজা কর। পত্রং পুষ্পং অর্থাৎ ফুল ও তুলসী নিয়মিত অর্পণ কর।
৪. শাস্ত্রবিধি অনুসরণ কর।

তাই তিনি যদি এখন থেকে প্রতিদিন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করেন, ২ মালা করেই শুরু করুক, ধীরে ধীরে বাড়াতে পারেন। নিয়মিত গীতা পড়বেন। এক্ষেত্রে আমাদের গীতা ক্লাস আছে অনলাইনে, সেখানেও যুক্ত হতে পারেন। গৃহে প্রতিদিন রাধাগোবিন্দ কে ফুল তুলসী দিতে পারেন। আর অন্যান্য শাস্ত্রে বিভিন্ন ব্রত যেমন একাদশী, দামোদর মাস পালন করতে পারেন।

আমি বুঝতে পারছি, তিনি অবশ্যই খুব হতাশ হয়ে পড়েছেন। কিন্তু ভগবান অনেক দয়ালু তিনি অবশ্যই ক্ষমা করে দেবেন, তবে কিছু সংশোধন মূলক কার্য তো করতেই হবে। সেক্ষেত্রে তিনি এই চারটি বিষয় অনুসরণ করতে পারেন
অত্যন্ত সৌভাগ্যের বিষয় হলো, এখন কার্তিক মাসব্যাপী দামোদর ব্রত চলছে। আজ ১১ দিন হয়েছে, আরো কিছুদিন আছে। তাই তিনি চাইলেই দামোদর ব্রতে অংশ নিতে পারেন। তিনি প্রতিদিন জপ, গীতা অধ্যয়ন, ফুল তুলসী নিবেদন, এবং এই মাসে বিশেষ করে প্রদীপ দান করতে পারেন। সারাবছরই এইসব কার্য মহাপুণ্যদায়ক আর দামোদর মাসে তা বহুগুণ বেশি এবং সমস্ত পাপ নাশ করে। ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চিত করেছেন, যদি কোনো ব্যক্তি এভাবে নিয়মিত তাঁর সাথে যুক্ত হয়, তিনি ঐ ব্যক্তির সমস্ত পাপ দূর করবেন।

এখানে একটি বিষয় হলো, বিধর্মীরা সবসময় এইরকম কাজ করতে উৎসুক। তারা সবসময় চায় অন্যদের ধর্ম নষ্ট করতে। যদিও গোমাংস ভক্ষণ করলেই কেউ অন্য ধর্মের হয়ে যায় না, কিন্তু নিজের ধর্মচ্যুতি ঘটে। তাই ভবিষ্যতে এইরকম লোকেদের সংস্পর্শ থেকে সচেতন থাকা খুবই আবশ্যক। প্রাচীনকাল থেকেই ওরা ছলে বলে কৌশলে লোকেদের গোমাংস আহার করাচ্ছে, আর সমাজের লোকেরা কোনো প্রায়শ্চিত্তের ব্যবস্থা না করে তাদের ধর্মছাড়া, সমাজছাড়া করছে, এটা হিন্দুদের বোকামী‌। শাস্ত্রে সবকিছুর সমাধান দেওয়া হয়েছে।

বিশেষত বাংলাদেশে, যেখানে একই রান্নাঘরে গোমাংস ও অন্য মাংস রান্না হয়, সেখানে কোনো নিশ্চয়তা নেই যে দুটো রান্নার পাত্র কখনো মিক্স হয়ে যায়নি। আবার যেখানে গোমাংস রান্না হয় না, সেখানেও অনেক সময় তেলের বদলে কোরবানির গরুর চর্বি ব্যবহার করা হয়, তাই বাইরের খাবার বিষয়ে সতর্ক থাকার বিকল্প নেই।

।। হরে কৃষ্ণ ।।

[ বি:দ্র: স্বধর্মম্-এর অনুমোদন ব্যাতীত এই লেখার কোনো অংশ পুনরুৎপাদন, ব্যবহার, কপি পেস্ট নিষিদ্ধ। স্বধর্মম্-এর সৌজন্যে শেয়ার করার জন্য উন্মুক্ত ]

নিবেদক-
° স্বধর্মম্: প্রশ্ন করুন | উত্তর পাবেন °

Avatar of Madhura Gaurakiśora Dās

Madhura Gaurakiśora Dās

Writer & Admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments