শ্রীমতি রাধারানীর নাম শাস্ত্রে কোথায় উল্লেখ রয়েছে?

Svadharmam Q&A

যে সকল শাস্ত্রে শ্রীমতি রাধা রানীর নানান লীলা প্রত্যক্ষভাবে উল্লেখ আছে-

১)পুরুষবোধিনী ঊপনিষদ
২)গর্গসংহিতা( গোলকখন্ড ১৬ অধ্যায়, দ্বারকাখন্ড ১৮ অধ্যায় প্রভৃতি)
৩)সনদকুমার সংহিতা (৩০২-৩০৩, ৭২, ৭৪)
৪)নারদপঞ্চরাত্রম(২য়,৩য় ও ৫ম অধ্যায় জুড়ে)
৫)বৃহত-গৌতম তন্ত্র
৬)ঊর্ধ্বামনায় তন্ত্র
৭)পদ্মপুরাণ (ভূমিখন্ডের ৭ম ও ২০তম অধ্যায়, পাতালখন্ডের বহু অধ্যায় যেমন-৩৯-৪৫,৭১ অধ্যায় জুড়ে, ব্রহ্মখন্ডের বিস্তৃত অংশজুড়ে যেমন -৭-৯ম অধ্যায়, স্বর্গখন্ডম ৪৬ অধ্যায় প্রভৃতি )
৮)দেবীভাগবতম (সমস্ত ৯ম স্কন্ধ জুড়ে),
৯) ব্রহ্মবৈবর্তপুরাণ( প্রকৃতিখন্ড ও শ্রীকৃষ্ণজন্মখন্ড জুড়ে)
১০)ব্রহ্মান্ডপুরাণ( সমগ্র উত্তরখন্ড জুড়ে, উপদগত পর্ব ৪২,৪৩ অধ্যায়)
১১)নারদপুরাণ ( ৩য় খন্ড ৮৯ অধ্যায় সহ অনেক স্থানে)
১২)শিবপুরাণ(রুদ্রসংহিতার ৩০,৩১ অধ্যায়)
১৩)মৎস্য পুরাণ(১৩ অধ্যায়)
১৪)স্কন্দ পুরাণ(বিষ্ণুখন্ডের শ্রীমদ্ভাগবতমাহাত্মের ১/২২ ও ২/১১-১৩,১৯, বাসুদেব মাহাত্ম্যের ১৬,১৭ প্রভৃতি অধ্যায়, প্রভাসখন্ডের দ্বারকামাহাত্ম্যম ১২ অধ্যায় প্রভৃতি)
১৫)শংকরাচার্যের জগন্নাথ-অষ্টকম(৬ নং শ্লোক)
১৬)শংকরাচার্যের যমুনা-অষ্টকম
১৭)রাধাতন্ত্র
১৮)রাধাপোনিষদ
১৯) মায়াতন্ত্র ২য় পটল
২০) নীলতন্ত্র (২২/৯-১১)
২১)মুক্তমালা তন্ত্র
২২) গোপালতাপনী ঊপনিষদ( আদি ও উত্তরে গান্ধর্বীদেবী হলেন শ্রীরাধিকা)
২৩) চৈতন্যচরিতামৃত( সমস্ত জুড়ে বিবিধ স্থানে)
২৪) চৈতন্য ভাগবত
২৫) বায়ুপুরাণ ১০৪/৫২
২৬) বরাহপুরাণ (১৬৪/৩৩,৩৪)
২৭) সৌভাগ্য লক্ষ্মী তন্ত্র ( ১৩ অধ্যায়)
২৮) শংকরাচার্যের অচ্যুত অষ্টকম( ৪ নং শ্লোক)
২৯) নির্বাণতন্ত্র (৫ম অধ্যায়)
৩০) শংকরাচার্যের নারায়ন গীতি-স্ত্রোত (১০ নং শ্লোক)

প্রভৃতি…..

★যে সকল শাস্ত্রে পরোক্ষভাবে শ্রীরাধিকার উল্লেখ আছে-
১) মহাভারত( বিশেষ এক গোপীকার উল্লেখ যিনি শ্রীকৃষ্ণ এর প্রাণস্বরূপা)
২) গীতা ( ৭ম ও ৯ম অধ্যায়, গীতায় বর্ণিত উতকৃষ্ট প্রকৃতিই শ্রীরাধিকা- পদ্মপুরাণ, দেবীভাগবতম, ব্রহ্মবৈবর্তপুরাণ,নারদপঞ্চরাত্রমে উল্লেখিত)
৩) শ্রীমদ্ভাগবতম(১০ম স্কন্ধের ৩০ ও ৪৭ অধ্যায় সহ সমস্ত ভাগবতমের অসংখ্য স্থানে)
৪) ব্রহ্মসংহিতা(৫ম অধ্যায়)
৫)বিষ্ণুপুরাণ (৫/১৩/৩২-৩৮)
৬)গোপালতাপনী উপনিষদ
৭)হরিবংশ( বিশেষ এক গোপীকার উল্লেখ)
প্রভৃতি….

হরে কৃষ্ণ

[ বি:দ্র: স্বধর্মম্-এর অনুমোদন ব্যাতীত এই গবেষণামূলক লেখার কোনো অংশ পুনরুৎপাদন, ব্যবহার, কপি পেস্ট নিষিদ্ধ। স্বধর্মম্-এর সৌজন্যে শেয়ার করার জন্য উন্মুক্ত। ]

নিবেদক-
° স্বধর্মম্: প্রশ্ন করুন | উত্তর পাবেন °

Avatar of Brajasakha Das

Brajasakha Das

Writer & Admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments