লব ও কুশ কি মাতা সীতার গর্ভজাত সন্তান নন?

image_2024-04-29_132827690

কুশকে কি মহর্ষি বাল্মীকি মুনি পরে সৃষ্টি করেছিলেন?

——————————————–
রামায়ণ সম্পর্কে আমরা ছোট কাল থেকে অনেক লৌকিক কথাই শুনে এবং টিভি সিরিয়ালে দেখে এসেছি, যার অধিকাংশই মূল রামায়ণে নেই। মূল রামায়ণ এবং অন্যান্য শাস্ত্রে লব-কুশ সম্পর্কে কি বলা হয়েছে আসুন দেখে নিই।
👉মহর্ষি বাল্মীকি, পরমেশ্বর ভগবান শ্রীরাম চন্দ্রকে বললেনঃ
ইমৌ তু জানকীপুত্রাবুভৌ চ যমজাতকৌ ।
সুতৌ তবৈব দুর্ধর্ষৌ সত্যমেতদ ব্রবীমি তে ।।
[ বাল্মীকি রামায়ণ ৭।৯৬।১৮ ]
বঙ্গানুবাদ:
কুশ ও লব এই দুই কুমার জানকীর ( সীতার ) গর্ভ থেকে যমজরূপে জন্ম নিয়েছেন। এঁরা আপনারই পুত্র এবং আপনার মতোই দুর্ধর্ষ বীর, আমি আপনাকে সত্য কথা জানাচ্ছি।
20240505 154930 Svadharmam
👉শ্রীল শুকদেব গোস্বামী বললেনঃ
অন্তর্ব্যাগতে কালে যমৌ সা সুষুবে সুতৌ।
কুশো লব ইতি খ্যাতৌ তয়োেশ্চক্রে ক্রিয়া মুনিঃ ৷৷
[ শ্রীমদ্ভাগবত ৯।১১।১১ ]
বঙ্গানুবাদ:
যথাসময়ে গর্ভবতী সীতাদেবী দুটি যমজপুত্র প্রসব করেন। তাঁরা লব এবং কুশ নামে বিখ্যাত হয়েছিলেন। বাল্মীকি মুনি তাঁদের জাতকর্ম সম্পাদন করেছিলেন।
20240205 202214 Svadharmam
অর্থাৎ শাস্ত্রে বলা হয়েছে যে, লব এবং কুশ দু’জনই মাতা সীতার গর্ভজাত সন্তান।
তাই যারা বলে যে, কুশ মাতা সীতার গর্ভজাত সন্তান নয়, বাল্মীকি মুনিই তাকে তৈরি করেছে এমন লৌকিক কথা সত্য নয়।
👉এছাড়াও স্পষ্ট ভাবে রামায়ণে উল্লেখ আছে,
( মুনিপুত্র মহর্ষি বাল্মীকি কে বললেন ) প্রভু ! শ্রীরামচন্দ্রের ধর্মপত্নী দুই পুত্রের জন্ম দিয়েছেন।- [ বাল্মীকি রামায়ণ ৭।৬৬।৩ ]
20240205 205220 1 Svadharmam
আশাকরি আমরা টিভি সিরিয়াল, লৌকিক কথা দিয়ে ধর্ম বিচার করবো না এবং চুড়ান্ত সিদ্ধান্ত মনে করবো না। টিভি সিরিয়ালে দর্শকের মনোরঞ্জন হেতু অনেক কিছু সংযোজন করা হয়, যা বাস্তবে আমাদের শাস্ত্র গ্রন্থে নেই। তাই সঠিক সিধান্ত জানার জন্য আমাদের উচিত মূল শাস্ত্র গ্রন্থ পাঠ করা অথবা শাস্ত্র গ্রন্থ পাঠ যারা করেন তাদের শরণাপন্ন হওয়া।
হরে কৃষ্ণ
Avatar of Shuvo Debnath

Shuvo Debnath

Writer & Admin

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
test
test
11 months ago

test