বেদ শাস্ত্রে গরু/গোহত্যা করতে নিষেধ করা হয়েছে কি?!

406119800_367063552484147_3326967240415787974_n
আজকাল কিছু অসনাতনী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে যে বেদে নাকি গরু বা গো হত্যার করার বিধান দেয়া হয়েছে। তাদের কথা শুনলে আমাদের হাসি পাই।কারন তারা কখনো বেদ অধ্যয়ন না করে বেদ নিয়ে মিথ্যা অপপ্রচার করে সাধারন সনাতনীদের বিভ্রান্ত করছে।
প্রকৃতপক্ষে বেদে বহুবার গো পালন করতে উপদেশ দেয়া হয়েছে, এবং সাথে সাথে গোহত্যা করতে নিষেধ করা হয়েছে।তাই সনাতনী সমাজে পন্ডিতগন দ্বারা অনাদিকাল থেকে গোহত্যা এবং গোমাংস ভোজনকে মহাপাপ রুপে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। গোহত্যা যে মহাপাপ এ সম্পর্কে ব্রহ্ম-মধ্ব-গৌড়িয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহান আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভু বলেন,
“গো অঙ্গে যত লোম,তত সহস্র বৎসর।
গোবধী রৌরব মধ্যে পচে নিরন্তর।।”
– (চৈ. চঃ আদি.১৭/১৬৬)
অনুবাদ: গরুর দেহে যত লোম আছে তত হাজার বছর গোহত্যাকারী রৌরব নামক নরকে অকল্পনীয় দুঃখ যন্ত্রণা ভোগ করবে।

আসুন আমরা বেদ শাস্ত্র থেকে গোহত্যা করার নিষেধাজ্ঞা সম্পর্কে জানার চেষ্ঠা করি:

বেদের বর্ণনায় গরু /গোহত্যা নিষেধ:

“অনাগো হত্যা বৈ ভীমা কৃতো মা নো গাম অশ্বম পুরুষং বধী”
অনুবাদ: নির্দোষের হত্যা অবশ্যই ভয়ানক।গরু, অশ্ব এবং মনুষ্যকে হত্যা করো না।
– (অথর্ববেদ ১০/১/২৯)
“গোঘাতম ক্ষেত্রে যঃ গাম বিকৃন্তন্তম”
অনুবাদ: গো ঘাতক অথাৎ গো হত্যাকারী, যিনি ক্ষুধার জন্য গরুকে হত্যা করে,তাকে ছেদন করো।
– (শুক্ল যজুর্বেদ ৩০/১৮)
आ॒रे ते॑ गो॒घ्नमु॒त पू॑रुष॒घ्नं
“আরে তে গোদনমুত পুরুষঘ্নম।”
অনুবাদ: গরু বা গো হত্যাকারী ও নরহত্যাকারী দূর হও।
– (ঋকবেদ ১/১১৪/১০)
“গাং মা হিংসীরদিতিং বিরাজম”
অনুবাদ: গরু অদিতি, তা বধের অযোগ্য, তাকে হিংসা কর না।
– (শুক্ল যজুর্বেদ ১৩/৪৩)
“ঘৃত দুহ্যনামদিতিং জনায়াগ্নে মা হিংসীঃ পর মে ব্যোমন।”
অনুবাদ: মানুষকে যে ঘৃত দান করে তার নাম অদিতি,সে কারনে তাকে ( গাভী) হত্যা করো না।
– (শুক্ল যজুর্বেদ ১৩/৪৬)
प्र नु वो॑चं चिकि॒तुषे॒ जना॑य॒ मा गामना॑गा॒मदि॑तिं वधिष्ट ॥
“প্র নু বোচং চিকিতুষে জনায় মা গামনাগামমদিতিং মা বধিষ্ট।।”
অনুবাদ: আমি বিবেকবান মনুষ্যের প্রতি এই উপদেশ দিই যে, নিরাপরাধ গরু এবং ( অনাগমং) অসীম গুনে সমৃদ্ধ গাভীকে হত্যা করো না (অদিতিং মা )।
– (ঋকবেদ ৮/১০১/১৫)
।।হরে কৃষ্ণ।।
।।প্রনাম।।
– সদগুন মাধব দাস
Avatar of Navanila

Navanila

Writer & Admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pappu chanda Sonjoy
Pappu chanda Sonjoy
5 months ago

গাভী যে মাতা কোন শাস্ত্রে উল্লেখ্য আছে ⁉️

Madhura Gaurakiśora Dās
Reply to  Pappu chanda Sonjoy
3 months ago

হরে কৃষ্ণ আমাদের এই আর্টিকেলে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। https://svadharmam.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/