গরুড়পুরাণে জগতগুরু শ্রী মধ্বাচার্য্যের আবির্ভাবের ভবিষ্যবাণী!!!

417497069_418343777429381_3086906520898948062_n
গরুড়পুরাণে জগতগুরু শ্রী মধ্বাচার্য্যের আবির্ভাবের ভবিষ্যবাণী!!! শ্রী গরুড়মহাপুরাণে স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ গরুড়দেবের নিকট উল্লেখ করেছেন, কলিকালে ব্যোম বায়ুদেব মধ্বাচার্য্য রূপে আবির্ভূত হবেন। শ্রীমন্মধ্বাচার্য্যের পিতৃপ্রদত্ত নাম ছিলো বাসুদেব। দীক্ষার পর তিনি ‘মধ্ব’ নামে জগতে বিখ্যাত হন। মধ্বাচার্য্য সম্পর্কিত শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী-
मणिमान्नम दैत्यस्त संकराख्यो भविष्यति ॥
सर्वेषां संकरं यस्तु करिष्यति न संशयः ॥ ७० ॥
तेन संकरनामासी भविष्यति खगेश्वर ॥
धर्मान्भागवतान्सर्वान्विनाशयति सर्वथा ॥ ७१ ॥
तदा भूमौ वासुदेवो भविष्यति न संशयः ॥
यज्ञौर्थैः सदृशो यस्य नास्ति लोके चतुर्दशे ॥ ७२ ॥
[গরুড় মহাপুরাণ, ব্রহ্মখন্ড, অধ্যায় ১৬, শ্লোক ৭০-৭২ ]
বঙ্গানুবাদ: শ্রীকৃষ্ণ বললেন, “কলিকালে মণিমান নামের এক দৈত্য সংকরাচার্য্য রূপে অবতীর্ণ হবেন এবং বিনা সংকোচে সমস্ত শাস্ত্রসিদ্ধান্ত দূষিত করবে। হে পক্ষীরাজ! এ জন্য তার নাম হবে সংকর। ভবিষ্যত যুগে (কলিযুগে) শংকরাচার্য্য অসৎশাস্ত্র প্রচার করে ভাগবতধর্ম কে আচ্ছাদিত করে ফেলবেন। তখন বায়ুদেব ‘বাসুদেব’ (মধ্বাচার্য্যের) রূপে প্রকট হয়ে বিনা দ্বিধায় সে সব মিথ্যাচারকে খন্ডন করে বিশুদ্ধ ভাগবত ধর্ম কে পুনঃপ্রতিষ্ঠা করবেন। চতুর্দশ ভুবনে এমন কেউ থাকবে না যিনি মধ্বাচার্য্যের সমতুল্য হবেন অথবা তার যুক্তিকে খন্ডন করতে পারেন।
“A demon named Manimān will be born as one called Sankara, who will, without doubt, pollute everything. This is why, O king of birds, his name will be Sankara; he will pollute and destroy all Bhāgavata Dharmas. Then (Vāyu) will, without doubt, come into being as ‘Vasudeva’; there will be none in the fourteen worlds to match him. lie will truly be in perfect wisdom.
[ বিখ্যাত NEW BHARATIYA BOOK CORPORATION, New Chandrawal (Near Shiva Mandir), Jawahar Nagar, Tamil Nadu, India প্রেস হতে ছাপানো গরুড় মহাপুরাণের সংস্কৃত এডিশান ]
বন্দে গুরু পরম্পরা!!!
মধ্ব-গৌড়ীয় পরম্পরা!!!
জয় বৈষ্ণব পরম্পরা!!!
।। হরে কৃষ্ণ।।

Pravira Caitanya Candra Das

Writer & Admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments